চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, “সবার আগে বাংলাদেশ এই কনসার্ট আয়োজনের মাধ্যমে আমরা নতুনদের সামনে ইতিহাসকে প্রাণবন্তভাবে তুলে ধরতে চাই, যাতে তারা গর্ববোধ করে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে। মুক্তিযুদ্ধ কেবল একটি ঘটনার নাম নয়, এটি একটি চেতনার নাম। সেই চেতনা হৃদয়ে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।”
সোমবার (৭ এপ্রিল) নগরীর নাসিমন ভবন কার্যালয় চত্বরে “সবার আগে বাংলাদেশ” কনসার্ট সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সভায় আগামী ১২ এপ্রিল নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় “সবার আগে বাংলাদেশ ‘কনসার্ট”-এর সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ কনসার্টের মূল লক্ষ্য-নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা।
এরশাদ উল্লাহ বলেন, “সবার আগে বাংলাদেশ ‘কনসার্ট শুধু একটি অনুষ্ঠান নয়-এটি আমাদের তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ করার একটি প্রয়াস। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাঝে যদি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ঐতিহাসিক সচেতনতা জাগ্রত না হয়, তাহলে একটি প্রগতিশীল জাতি গঠন সম্ভব নয়। স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি এক গৌরবময় চেতনা-যা ধারাবাহিকভাবে ধরে রাখতে হয় প্রজন্ম থেকে প্রজন্মে। আমাদের সাংস্কৃতিক শক্তি দিয়েই এই চেতনার চর্চা ও বিস্তার ঘটাতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ যেভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন, তা প্রশংসনীয়।”
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দফতরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী, শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত), মনজুরুল আলম মঞ্জু।
এছাড়া মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, জাহাঙ্গীর আলম দুলাল, মো. মহসিন, মো. খোরশেদুল আলম, কামরুল ইসলাম, মশিউল আলম স্বপন, মো. জাফর আহম্মদ, গাজী আইয়ুব, এ. কে. খান, মাহবুব রানা, এম এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, আবু মুছা, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, মো. আশ্রাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ এবং মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলু।