রাঙ্গুনিয়া উপজেলা আ‘লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মিল্টনকে (৫১) গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ২ নম্বর গেইট ইয়াকুব সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, উপজেলা আ‘লীগ নেতা ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।
মিল্টনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।