‘‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের উদ্যােগে পালিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস।
রোববার (৬ এপ্রিল) বিকালে কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংগঠনের কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের সভাপতি মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা হোছাইন কাইমুল বশর। তিনি বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। ভালো খেলোয়ার কখনোই নৈতিকতা বিরোধী কাজ করতে পারে না। খেলাধুলার মান উন্নয়নে উপজেলা প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাষ্টার শহিদুল আলম ও ইয়াছিনুল করিম, পরিচালক শাখাওয়াত বশর, বয়েজ ক্লাবের সভাপতি আবদুল্লাহ মেহেদী জিহান,ভলিবল কোচ আবদুল্লাহ, ফুটবল খেলোয়াড় নেয়ামত উল্লাহ প্রমুখ।
এছাড়া, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোছাইন, শাহীন মেহেদী তানজিল, নুর হোসাইন, মাঈন উদ্দিন, হৃদয়, সোহেল, মারুফ,আশেক, সাহেদসহ অনেকে।