সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামীকে গ্রেফতার করেছে।
শনিবার (৫ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার ইসলামাবাদ পশ্চিম গজালিয়া ফকিরা বাজার এলাকা থেকে সাজা প্রাপ্ত মোঃ ফারুককে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী মোং ফারুক। তার বিরোদ্ধে জিআর ২৯/২২ মামলায় ৪ বছরের সশ্রমকারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থ দন্ডের আদেশ রয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মছিউর রহমান সাজা প্রাপ্ত আসামী ফারুককে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছে। সে আইনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পালাতক ছিল। অবশেষ পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।