তারেক রহমানের নির্দেশে কক্সবাজার শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামিম আরা স্বপ্নার নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
এসময় নেতৃবৃন্দ ব্রাহ্ম মন্দির, কালি বাড়ি, স্বরস্বতি বাড়ি, জলদাশ পাড়া, বঙ্গ পাহাড়, ইন্দ্রসেন, জাদিরাম পাহাড় ও কৃষ্ণানন্দধাম পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং পূজার্থীদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা চলছে। পূজার নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা মন্ডপে মন্ডপে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সেচ্ছাসেবক দল আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুচ,যুবদল সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দু রহিম, সাবেক ছাত্রনেতা শাহিনুল ইসলাম, ফাহিমুর রহমান ফাহিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরিদর্শন কালে পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এড. তাপস রক্ষিত, সাবেক কাউন্সিলর রাজ বিহারী দাশ, দোলন ধর ,বলরাম পালসহ আরো অনেকে।