শফিউল আলম, রাউজান ঃ
রাউজানের হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর হলদিয়া এলাকার চানতালী বাড়ীর বাসিন্দ্বা জালাল মিয়্রা স্ত্রী রিজিয়া বেগম (৪০) বিষপান করে আর্ত্নহত্যা করে। ঘটনাটি ঘটেছে গত ৭ জানুযারী রবিবার রাউজানের ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর হলদিয়া গ্রামের চানতালীর বাড়ীতে এই ঘটনা সংগঠিত হয় । প্রতিবেশী মো. লোকমান বলেন, আমার প্রতিবেশী রিজিয়া বেগমের দু পুত্র মিজান উদ্দিন ও মো. মিরাজ দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী হলদিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট উৎসব দেখতে গিয়েছিল। দুপুরে তারা ভাত খেতে বাড়ি গেলে দেখতে পান তাদের মা নিজের রুমে বমি করছে। এ সময় বিষের গন্ধ পেয়ে মা রিজিয়া বেগমকে প্রতিবেশীরাসহ মিলে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জানুয়ারী রবিবার বিকাল ৫টার পর রিজিয়া মারা যায়। স্থানীয় ইউপি সদস্য সবুজ বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কেউ এ আত্মহত্যার কারণ জানাতে পারেনি। এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ওই নারীর মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এরপর ঘটনার কারণ জানা যাবে। স্থানীয়রা জানান, চিকদাইর পুলিশ ফাঁড়ির পুলিশ কাদেরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন।