আগামী ২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দেয়া আবেদনে সংগঠটি কেয়াটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করতে অনুমতি ও সহযোগিতা চেয়েছে।
কেন্দ্রীয় দফতর সম্পাদক আফম আব্দুস সাত্তার আবেদনটিতে স্বাক্ষর করেছেন।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, সোমবার দুপুরে সংগঠনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা হয়। সভা শেষে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানিয়েছেন দলের নেতারা।
উল্লেখ্য, এর আগে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরইমধ্যে তারা সমাবেশের প্রস্তুতিও শুরু করে দিয়েছে।