২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার সময় ফতেয়াবাদ স্কুল চত্বরে অনুষ্ঠিত হলো আলহাজ্ব এম আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও চট্টগ্রামের সংসদীয় আসন নং ৫ এর মাননীয় সাংসদ জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নিউরো সার্জন এবং ফাতেহাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি প্রফেসর ডা: মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সিডিএর সাবেক বোর্ড সদস্য জনাব আলহাজ্ব ইউনুস গনি, চট্টগ্রাম ফুটবল খেলোয়ার সমিতির সিনিয়র সহ সভাপতি জনাব আবু সারোয়ার চৌধুরী, হাটহাজারী সরকারি কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর আব্দুল্লাহ আল আহসান লিটন, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রুহুল আমিন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আলম মঞ্জু, আলহাজ এম আলী আজগর চৌধুরী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব জাহাঙ্গীর আলী নওশাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব ডক্টর আলী আরশাদ চৌধুরী। এতে আরো উপস্থিত থাকেন বনফুল অ্যান্ড কোং এর সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াহিদুল আলম সিআইপি, ফাতেহাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব সুবহান হোসেন মোড়ল, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবু লাইস, এডভোকেট মইনুল আলম টিপু, অ্যাডভোকেট শফিউল আজম, মাস্টার আসাদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে টুর্নামেন্টে আগত 16 টি দলের ম্যানেজার অধিনায়ক ও কর্মকর্তা সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সালাহউদ্দিন আলী নূর। এছাড়াও টুর্নামেন্ট কমিটির পক্ষে উপস্থিত থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মাসুদুল আলম চৌধুরী, তরুণ উদ্যোক্তা এস এম আসাদ, কৃতি ফুটবলার মোহাম্মদ ইয়াসিন, মোঃ সেলিম, হাসান মনি প্রমুখ।
উল্লেখ্য যে আগামী ২৭ ফেব্রুয়ারি ইংরেজি হতে স্কুল মাঠে উক্ত টুর্নামেন্টের খেলা শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোয়ান স্পোর্টিং ক্লাব বনাম রামদাস হাট ফুটবল একাদশ।
আলহাজ্ব এম আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ট্রফি উন্মোচন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন