মুনাজউর রহমান আরুফ
ভোর বেলায় উদিত হয় ঝলমলে এক রবি,
রংধনুর রঙে সাজে নতুন এক ছবি।
জরাজীর্ণ মুছে দেয় অতীত হলো সমাপ্ত,
নতুনে আলোকিত হোক ধরণী দীপ্ত।
জীবনে আসুক শুভ, ফূর্তি স্ফূর্তি অদৃষ্ট,
উজ্জীবিত উন্মীলিত বিমোহিত অকৃষ্ট,
ভুলে যাক মানুষ, ক্ষোভ-লোভ, লুপ্ত-লুব্ধ, ভ্রান্ত-শ্রান্ত,
প্রাণে প্রাণে জন্ম হোক ঐক্য, উৎফুল্ল-প্রফুল্ল, কান্ত-শান্ত।
মুক্ত হোক সহিংসতা, নৃশংসতা, অনাক্রান্ত-স্বার্থপরতা,
মনুষ্যত্বের বন্ধনে যোগ হোক পুলকিত-উদ্দীপিত-উদারতা।