প্রতি বছরের মতো এবছরও পয়লা বৈশাখকে ঘিরে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবারও চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হবে। নগরের ডিসি হিল ও সিআরবির শিরীষতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার নগরের সিআরবিতে দুই দিন এবং ডিসি হিলে এক দিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য, নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালির প্রাণের উৎসবকে কেন্দ্র করে দিনটি উদযাপিত হবে।
বর্ষবরণের এই আয়োজনে এবার ৫০টির বেশি সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা কাঠ, কাগজ, রং দিয়ে বাঘ, পাখি, মাছসহ নানা লোকজ প্রতীক তৈরি করছেন। সকাল ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা। নগরের চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজীর দেউড়ি মোড়, এস এস খালেদ রোড, প্রেসক্লাব ইউটার্ন, সার্সন রোড হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে শেষ হওয়ার কথা রয়েছে। আর সন্ধ্যায় চারুকলার মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক আয়োজন।
নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সিআরবি শিরীষতলায় অনুষ্ঠিত হবে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। রবিবার(১৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে বর্ষবিদায়ের আয়োজন। অপরদিকে পয়লা বৈশাখের দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বর্ষবরণ অনুষ্ঠান। পাশাপাশি ডিসি হিলে সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হবে বৈশাখের অনুষ্ঠান। চলবে বিকেল ৪টা পর্যন্ত।