কবি মোস্তফা হায়দার। তিনি শুধু একজন লেখক নন লেখক গড়ার কারিগরও। নিরবে নিবৃত্তে লেখক তৈরিতে যার অবদান অনস্বীকার্য তিনিই মোস্তফা হায়দার। মোস্তফা হায়দার কবিতার পাশাপাশি লেখেন ঘটে যাওয়া সময়ের গল্প। ছোটো গল্প লিখলেও সময়ের চাহিদায় শিশুকিশোর ছড়া, গল্প প্রবন্ধ- সমালোচনা সাহিত্যেও কাজ করে চলেছেন।
কবি মোস্তফা হায়দার ১৯৭৯ সালের ৮ এপ্রিল সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবুল কালাম পেশায় চাকুরীজীবি ছিলেন। পিসি আই সিরামিকে। চার ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। কবি মোস্তফা হায়দার সন্দ্বীপের প্রাচীন কাটগড় ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে দাখিল করার পর সীতাকুন্ড আলিয়া থেকে কামিল শেষ করেন। চট্টগ্রাম কলেজে অনার্স থার্ড ইয়ার থেকে শিক্ষাবিরতি ঘটে দাসত্বের কৃচ্ছতায়।
কবি মোস্তফা হায়দারের সৃষ্টিকর্ম:
১.কলস ভাঙে জলের ভারে (কাব্যগ্রন্থ-২০০৮সালে) জাগৃতি প্রকাশন।
২.জীবন্ত কঙ্কালের প্রোতমুখ ( কাব্যগ্রন্থ ২০০৯সালে) সাউন্ডবাংলা প্রকাশন।
৩.ভূতের সাথে লড়াই (শিশুতোষ গল্প ২০০৯ সালে) সাউন্ডবাংলা প্রকাশন।
৪. চৈত্রের বিকেলে(গল্পগ্রন্থ -২০১০ সালে) প্রতিভা প্রকাশ।
৫. জলের সানকি (কাব্যগ্রন্থ ২০১০সালে) সাহিত্যদেশ প্রকাশন।
৬. দয়িতার অভিমান (কাব্যগ্রন্থ-২০১১সালে)।
৭. নব্যস্বৈরাচারের বিষফোঁড়(কাব্যগ্রন্থ-২০১২) সাহিত্যদেশ প্রকাশন।
৮.কাঁদছে স্মৃতির স্বয়ম্ভরা(কাব্যগ্রন্থ-২০১৪সালে) চর্চাগ্রন্থ প্রকাশ।।
৯. লাল সবুজের পতাকা পৃথিবীর পাসপোর্ট (কাব্যগ্রন্থ- ২০১৮) দেশজ প্রকাশন।।
১০.রাতুলের ফার্স্ট ডিভিশন(কিশোর গল্পগ্রন্থ-২০২১)।
১১. চৈতালিপার্বণে কাঁচা মাংস, কাব্যগ্রন্থ (ইনভেলাপ পাবলিকেশন্স ২০২৩)।
পুরস্কার ও সম্মাননা:
কবি মোস্তফা হায়দার সাহিত্য সাধনার জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তারমধ্যে-
প্রিয়জন সেরা কবির পুরস্কার- ২০০৭- (দৈনিক নয়াদিগন্ত)। নবীন লেখক সম্মাননা ২০০৮ ( পাক্ষিক খবরিকা-মীরসরাই)। সাউন্ড বাংলা পদক- ২০০৯ (সাউন্ড বাংলা প্রকাশন,ঢাকা)। মুক্ত লেখক লেখনী সম্মাননা ২০০৯ (সাতক্ষীরা)। শিশু কবি রকি সাহিত্য পুরস্কার ২০১০। লেখক সংবর্ধনা ২০১১ ( প্রতিভা প্রকাশন,ঢাকা)। বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্যপদক ২০১৫ (রংপুর)। দেশজ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭ (দেশজ প্রকাশন)। সার্বিকসাহিত্যে দোনাগাজী পদক ২০১৯ ( চর্যাপদ একাডেমী- চাঁদপুর) ও দিগন্ত সাহিত্য পুরস্কার ২০২২ উল্লেখযোগ্য।
এছাড়াও মোস্তফা হায়দার সম্পাদনা করেন সাহিত্যের ছোটো কাগজ ‘সাগরকন্যা ও তরুপত্র। দেখাশোনা করেন তরুমন প্রকাশন।