সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ষোলশহরস্থ রেল স্টেশন চত্বরে গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে ডাকা ‘The World Stops for Gaza’ শীর্ষক গ্লোবাল স্ট্রাইকের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ইয়াং মুসলিম ইন্টেলিজেনশিয়া প্রতিবাদী মিছিল ও অবস্থান এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের উদ্দেশ্য কবিতা পাঠের মাধ্যমে সংহতি কর্মসূচি পালন করেছে। সংগঠনের উদোক্তা চট্টগ্রাম চিন্তক ও আ্যকটিভিস্ট মুনতাসির মাহমুদের সভাপতিত্বে ও মাঈনুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
পেশাজীবী ও চিন্তক তৈয়বুল ইসলাম বলেন, ঈসরাইলী নগ্ন আগ্রাসন রুখে দিতে মানবতাবাদী মানুষের পাশাপাশি বৈশ্বিক সংগঠনগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তা স্পষ্টই জেনোসাইড। এ জেনোসাইড বন্ধে ও মানবাতিহাসের কসাই নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে জাতিসংঘ, আরবলীগ, ওআইসিসহ বৈশ্বিক সংগঠন গুলোর দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহেদ আহমেদ বলেন, আমরা ইনসাফের লড়াইয়ে মুসলিম-অমুসলিম যে সংজ্ঞায়নটি করি তা পুনর্বিবেচনা করতে হবে। অমুসলিমদের সাথে ইনসাফের প্রশ্নে আমাদের মানুষ হিসেবে মানুষের অধিকারটুকু তুলে ধরতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী মোহাম্মদ হাসনাত বলেন, জায়নবাদীদের ধারাবাহিক যে আগ্রাসন চলে আসছে ফিলিস্তিনে তা রোখার ক্ষেত্রে সমগ্র আরব বিশ্ব নীরব ভূমিকা পালন করছে, যা জায়নবাদীদের জুলুমের মাত্রায় ফুয়েল দিচ্ছে। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মোহাম্মদ শরফুদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাঈদুর রহমান প্রমুখ।
রুম্মান জান্নাত ও জহির হাসানের ফিলিস্তিন বিষয়ক কবিতা পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুনতাসির মাহমুদ। ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের কবিতা পাঠ করেন এস এম মুশফিক হাসান জামী। নাগরিক সমাবেশ ও কবিতা পাঠ শেষে একটি প্রতিবাদী মিছিল চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন থেকে শুরু হয়ে ২ নম্বর গেইটের বিপ্লব উদ্যান হয়ে জমিয়তুল ফালাহ ময়দানে গিয়ে সমাপ্ত হয়। এই পথজুড়ে সংগঠনের সদস্যরা স্লোগান ও সংহতির বার্তা বহন করে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। মিছিল শেষে বাংলাদেশ ইয়াং মুসলিম ইন্টেলিজেনশিয়ার নেতৃবৃন্দ সংক্ষিপ্ত পথসভায় বলেন, ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ কোনো দ্বন্দ্ব নয়, এটি একটি গণহত্যা, একটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত জাতিগত নিধন, যার বিরুদ্ধে মানুষ হিসেবে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নেতৃবৃন্দ সকল বিবেকবান নাগরিককে এই নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।