চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের মূল শিক্ষা হলো শান্তি। পতিত আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। তারা যুগে যুগে এদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে। ধর্মকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়সা হাসিলের অপচেষ্টা করতো। ক্ষমতা হারিয়ে তারা এখনও ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে দেশে অশান্তি আর নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এব্যাপারে আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
০৭ এপ্রিল (সোমবার) বিকেলে বোয়ালখালী উপজেলার ১০নং আহল্লা-কড়লডেঙ্গা ইউনিয়নের পল্লী মঙ্গল যুব সমিতি উত্তর কড়লডেঙ্গা ও পূর্ব আমুচিয়া শাখার উদ্যোগে সর্বজনীন বাসন্তী পূজা উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের মূল পরিচয় আমরা মানুষ এবং বাংলাদেশী। হিন্দু-বৌদ্ধ-মুসলমান-খ্রিষ্টান পরষ্পর আমরা ভাই ভাই। এই দেশটা আমাদের সকলের। স্বাধীন সার্বভৌম ভূখন্ডের অধিবাসী হিসেবে আমাদের সকলের সমান অধিকার। দেশের স্বার্থে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে এক হয়ে লড়াই সংগ্রাম করেছি। ১৯৭১ সালে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। ২৪ এর গণঅভ্যুত্থানেও আমরা একসাথে ফ্যাসিস্ট, খুনী হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। সুতরাং আগামী দিনেও একটি বৈষম্যহীন, সুন্দর বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব হামিদুল হক মান্নান, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, আহল্লা-কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন, জসিম উদ্দিন মেম্বার, সোলাইমান তালুকদার, আবুল বশর চৌধুরী। উপস্থিত ছিলেন কল্যাণ ফন্ট্র কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুকান্ত তালুকদার জুয়েল, ছাএদল নেতা মিতুন দাশ, জীবন মিএ রাজ, কল্যাণ ফ্রন্ট বোয়ালখালী শাখার আহ্বায়ক সুজন দাস, সদস্য সচিব রাজেশ ঘোষ মুন্না,রয়েল কুমার পাল প্রমুখ।