মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরাইল কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা, গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়েত ইসালামী বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প জাতিসংঘ প্রতিষ্ঠিত করে ইজরাইলের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলাউদ্দিন শিকদার।
সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলে মিরসরাইয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের লতিফিয়া গেইল থেকে শুরু হয়ে মিরসরাই পৌরবাজার প্রদক্ষিণ করে ফুট ওভার ব্রিজের নিকট সমাপ্ত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার।
এ সময় মিরসরাই উপজেলা জামায়াতে আমির নুরুল কবির, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন। সমাবেশে আলাউদ্দিন শিকদার বলেন, ইহুদিবাদি সন্ত্রাসী ইজরাইলীরা ইতিহাসের জঘন্যতম হত্যাজজ্ঞ চালাচ্ছে ইসলামী দেশ মুসলিমদের কলিজার টুকরো বাইতুল মুকাদ্দাসের দেশ ফিলিস্তিনে। তাদের আগ্রাসী ধ্বংসাত্মক বোমার আঘাতে ফিলিস্তিনি শিশুদের শরির ছিন্ন ভিন্ন হয়ে আকাশে ধুলাবালির সাথে উঠছে। ফিলিস্তিনের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মুসলিমদের শরীরের ছিন্নভিন্ন টুকরো। আমরা এই ইহুদিবাদি ইজরাইলি বর্বরতার উচিত জবাব চাই জাতিসংঘের কাছে।
জাতিসংঘ ইজরাইলি বর্বরতার জবাব দিতে ব্যর্থ হয়েছে। মুসলিম বিশ^কে বলতে চাই প্রয়োজনে বিকল্প জাতিসংঘ গড়ে তোলা হোক। বিকল্প জাতিসংঘ গড়ে তুলে তার মাধ্যমে ইজরাইলের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হোক। প্রধান অতিথি আলাউদ্দিন শিকদারের বক্তব্যের পর মিরসরাই উপজেলা জামায়াতে আমির নুরুল কবির সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।