শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হ্চ্ছার ঘাট, বড়ুয়া পাড়া, উত্তর সর্তা, গর্জনিয়া, পশ্চিম ডাবুয়া, গনি পাড়া, চিকদাইর ইউনিয়নের চিকদাইর, দক্ষিন সর্তা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নতুন হাট, গহিরা ইউনিয়েনের দলই নগর হয়ে পুিশ্চম গহিরা এলাকায় হালদা নদীর সাথে মিলিত হয়েছে পার্বত্য এলাকা থেকে আসা সর্তার খাল ।
সর্তা খালের দুই পাড়ের ফসলী জমিতে শুস্ক মৌসুমে সর্তা খালে সেচ পাম্প বসিয়ে পানি তোলে বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃন্দাবনপুর, বৃকবানুপুর, গলাচিপা, উত্তর আইলী খীল, জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়া, রোয়াইঙ্গা বিল, রামনাথ পাড়া, কেউকদাইর, চিকদাইর ইউনিয়নের পাঠঅন পাড়া, সন্দীপ পাড়া, রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের ক্ষেত্রপাল, জানালী হাট, পশ্চিম সুলতানপুর, সুলতানপুর কাজী পাড়া বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর এলাকার উপর দিয়ে প্রবাহিত ডাবুয়া খাল ।
ডুবুয়া খালের দুই পাড়ের ফসলী জমিতে শুস্ক মৌসুমে ডাবুয়া খালে খালে সেচ পাম্প বসিয়ে ও উজানে খালের মাঝখানে মাটির বাধ দিয়ে উজান থেকে নেমে আসা পানি আটক করে সেচের মাধ্যমে বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ডযাবুয়া রাবার বাগান, মেলুয়া, কলমপতি, দক্ষিন হিংগলা, উত্তর হিংগলা নতুন পাড়া, রাউজান পৌরসভার সাপলঙ্গা, ঢেউয়া পাড়া, হাজী পাড়া শরীফ পাড়া, লেলাঙ্গারা এলাকার উপর দিয়ে প্রবাহিত খাসখালী খাল কাগতিয়া খালের সাথে মিলিত হয়েছে । খাসখালী খালের দুই পাড়ের ফসলী জমিতে শুস্ক মৌসুমে সেচ পাম্পের মাধ্যমে খালে সেচ পাম্প বসিয়ে পানি তোলে বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । রাউজান প্যৌরসভার ৯নং ওয়ার্ডের রাউজান রাবার বাগান, পুর্ব রাউজান, পশ্চিম রাউজান, রশিদর পাড়্,া কেউটিয়া, পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া, খলিলাবাদ এলাকার উপর দিয়ে প্রবাহিত রাউজান খাল মঙ্গলখালী খালের সাথে মিলিত হয়েছে ।
রাউজান খালের দুই পাড়ের ফসলী জমিতে শুস্ক মৌসুমে খালে সেচ পাম্প বসিয়ে পানি তোলে বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাউজান রাবার বাগান, ঢালার মুখ, কাজী পাড়া এলাকায় গোদার পাড় রইছরি খালের নির্মান করা সুইস গেইটে পানি আটক করে ড্রেনের মাধ্যমে পানি এনে ঢালার মুখ, পুর্ব রাউজান, কাজী পাড়া এলাকায় বোরো ধানের চাষাবাদ করেন কৃষকরা । রাউজানের পুর্ব রাউজান এলাকা, চেহেরী খীল, রাণী পাড়া কেউটিয়া এলাকার উপর দিয়ে প্রবাহিত মুখছড়ি খাল । মুখছড়ি খালের দুই পাড়ের ফসলী জমিতে শুস্ক মৌসুমে খালে সেচ পাম্প বসিয়ে পানি তোলে বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । রাউজানের পুর্ব রাউজান রাবার বাগান এলাকা জোরের কুল, শমমের নগর, কদলপুর ইউনিয়নের কারকাতর পাড়া, শমশের পাড়া, সোমবাআজ্যার হাট এলাকার উপর দিয়ে প্রবাহিত ভোমর ঢালা খাল । ভোমর ঢালা খালের দুই পাড়ের ফসলী জমিতে শুস্ক মৌসুমে খালে সেচ পাম্প বসিয়ে পানি তোলে বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । এসব খালে পাহাড়ী এলাকা থেকে নেমে আসা পানি সেচের মাধ্যমে ব্যবহার করে শুস্ক মৌসুমে কৃষকরা বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করেন । দীঘদিন বৃষ্টি না হওয়ায় খালে পানি প্রবাহ কমে যায় । এছাড়া বৃকবানপুর, বৃন্দ্বাবনপুর, উত্তর আইলী খীল এলাকায় খালে বাধ দিয়ে পানি আটক করে করে ইটের ভাটায় সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন ও জানিপাথর এলাকায় বাধ দিয়ে পানি আটক রাখায় উজান থেকে আসা পানি নিচে আসছেনা । নিচু এলাকায় ডাবুয়া খালে পানি নেই । সর্তা খাল, খাসখালী খাল, রাউজান খাল, ভোমর ঢালা খাল, মুখছড়ি খাল, ভোমর ঢালা খালের উজানে মাটির বাধ দিয়ে ইটের ভাটায় পানি সরবরাহ ও উজানের কৃষকরা তাদের জমিতে সেচের মাধ্যমে পানি দিলে ও নিচু এলাকার কৃষকরা খালে পানি সংকট হওয়ায় সেচ দিতে পারছেনা । অনেক এলাকায় পুকুল জলাশয় থেকে সেচ পাম্পের মাধ্যমে সেচ দিলে ও অধিকাংশ এলাকায় সেচ সংকটের কারনে বোরো ধান ও সব্জি ক্ষেতের চাষাবাদ ক্ষতি হচ্ছে। রাউজানের চিকদাইর ইউনিয়নের কৃষক তসলিম উদ্দিন বলেন, সর্তার খালে পানি প্রবাহ না থাকায় বোরো ধানের চাষাবাদের জমি সব্জি ক্ষেতের জমিতে সেচ দিতে ব্যর্থ হচ্ছেন । এ ব্যপারে রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, দীঘদিন বৃষ্টি না হওয়ায় পাহাড়ী এলাকা থেকে খাল গুলোতে পানি প্রবাহ কমে গেছে । উজান থেকে নেমে আসা পানি উজানের কৃষক ও নিচু এলাকার কৃষকদের সমবন্টন করার মাধ্যমে ব্যবস্থা গ্রহন করেছেন উপজেলা কৃষি অফিস। উজানে খালে পানি আটক করে ইটের ভাটায় পানি উত্তোলন বন্দ্ব করা হবে।