শফিউল আলম, রাউজান ঃ রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে রাউজান থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে গত ৬ এপ্রিল রবিবার ভোররাত ৪ টার সময়ে রাউজানের উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুর্ব উরকির চর সরদার আলী মুন্সির বাড়ীর শফিউল আলমের বসতঘর থেকে শফিউল আলম রিয়াজ (২২) ও মোঃ সাজেদ শরীফ ওরফে শাকিল (৩৫)কে গ্রেফতার করেন তাদের কাছ থেকে ১টি দেশীূয় তৈয়ারী এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ১টি স্টীলের ছোরা, ৩টি ধামা, ১টি কিরিচ, ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্বার করেন। ধৃত সন্ত্রাসীদের বিরুদ্বে চান্দগাওাও থানা ও বায়োজিদ থানায় একধিক মামলা রয়েছে বলে পুৃলিশ জানায় ।
অস্ত্র সহ দুই সন্ত্রাসীর বিরদ্বে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করার পর তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান ।