ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাধারণ শিক্ষার্থীরা।
সারা বিশ্বের মতো ‘নো ওয়ার্ক, নো স্কুল ‘কর্মসূচির অংশ হিসেবে (৭ এপ্রিল) সোমবার বেলা ১১টায় তারা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করে।
সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত উক্ত কর্মসূচিসমূহে সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীরা ইসরায়েলি ও আমেরিকান পণ্য বিক্রি নিষিদ্ধ ও বয়কটের দাবিতে বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।