কাজী জাহাঙ্গীর, ভিয়েতনাম থেকে: ত্রিশ রোজা শেষে আজ ঈদ উদযাপিত হল ভিয়েতনামে। রাজধানি হানয়ের আল নুর মসজিদে সকাল সাড়ে সাতটায় স্থানিয় কিছু মুসলিমের সাথে ভিয়েতনামের অবস্থান কারি বিভিন্ন দেশের মুসলিমদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত।
পৃথিবীর বিভিন্ন দেশের দুতাবাসে কর্মকতা কর্মচারী সহ বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশ, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, নাইজেরিয়া সহ বেশ কিছু দেশের সাদা কালো নানান বর্ণের মানুষের ক্ষনিকের মিলনমেলায় পরিণত হলো হানয়ের একমাত্র মসজিদ আল নুর এর প্রাঙ্গন। কোন কোন দেশের দুতাবাসের কর্মকতারা নামাজে এসেছেন স্বপরিবারে। নাম না জানা দেশের কিছু পর্যটক মুসলিমও সামিল হয়েছে দেখা গেল যারা দেখতে ইউরোপ আমেরিকার নাগরিকদের মত মনে হল।
নামাজের শেষে মসজিদের সামনের রাস্তায় কিছুটা জটলার সৃষ্টি হলো। সাধে যানজটও, যদিও উপস্থিত সকলে খুবই সতর্ক ছিলো যেন অন্যদের যাতায়াতে কোন রকম ব্যাঘাত না ঘটে। স্বপরিবারে অংশ গ্রহন করা পরিবারের মহিলা সদস্যদের মাঝেও বেশ হৃদ্যতায় দলবদ্ধ ছবি তোলার প্রয়াশ ছিল চোখে পড়ার মত। মনে হলো মসজিদকে সামনে রেখে হুটহাট একট গ্রপ ফটোসেশন হয়ে গেল এই কয়েক মিনিট সময়ে, আর চলাচল করি ভিয়েনামিজরা মিষ্টি হাসি মাখা চেহারায়া খনিকটা থমকে দাড়িয়ে এক ভিন্ন সংস্কৃতির আয়োজন দেখে চোখ জুড়িয়ে নিলো চলতি পথে। এভাবেই অটুট থাকুক নানান বর্ণের বিশ্ব মুসলিমের ভাতৃত্বের বন্ধন।