কক্সবাজারের কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় স্কুলের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো: আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সালমান উদ্দীন রাসেল। এছাড়া, মাষ্টার কাইছার উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া আইল্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষক সমীর কান্তি দাশ,শওকত ইসলাম,ওয়াহিদুল রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায় ছাত্র-ছাত্রী এবং দেশের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।