এম তাজ উদ্দীন: গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ই এপ্রিল) সন্ধ্যায় কুয়ালালামপুরের কেপং আমান পুরী সুরাও গাউসুল আজমে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আজহারী। গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হাসান ।
এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার উপদেষ্টা – সাংবাদিক রফিক আহমদ খান, গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার জৈষ্ঠ্য সহ-সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ ,সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, তারেকুল আলম চৌধুরী , তাজ উদ্দীন ,গোলাম মোস্তফা, টুকু সরদার, জামাল হোসেন, ইব্রাহিম টিপু,নাজিম উদ্দিন ,মুরশেদ,মিজান, প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত আদর্শে পরিচালিত একমাত্র তরিকত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কার্যক্রমকে মালয়েশিয়ার সর্বত্রে ছড়িয়ে দিয়ে দ্বীন ও মাজহাব মিল্লাতের খেদমতকে আরও বেগমান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সুন্নীয়ত ও ত্বরীকতের দায়িত্ব পালনে, মাদরাসা, আনজুমান এবং মুর্শিদে বরহক্বের নির্দেশের প্রতি আস্থাশীল এবং মুর্শিদের বাতলানো পথে নিবেদিত হয়ে নবী প্রেমিক এবং খোদাপ্রাপ্তির পথ সুগম করার অনুশীলনে নিরলসভাবে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পরে মিলাদ কিয়াম মধ্যেমে অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি উপাধ্যক্ষ,কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ও উপস্থাপক কাফেলা চ্যানেল আই মিডিয়া ব্যাক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মোবাইলে ভার্চুয়ালি অসুস্থতার জন্য আস্তে না পারাই দুঃখ প্রকাশ করে দেশবাসি ও প্রবাসের সকল মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের গাজার সকল মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।