ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ডার্বির একটি এই ম্যানচেস্টার ডার্বি। তবে এবারের ম্যানচেস্টার ডার্বিটা হল একেবারে ম্যাড়মেড়ে। দুই দলই বল নিয়ে ছোটাছুটি করেছে পুরো ম্যাচজুড়ে। আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ৫ বছর পর এমন গোলশূন্য ম্যানচেস্টার ডার্বির দেখা মিলল।
রোববার (৬ এপ্রিল) ম্যানচেস্টার ডার্বিতে প্রথম মিনিট থেকেই দুই দলই বল নিয়ে এপাশ-ওপাশ ছোটাছুটি করেছে। তবে আক্রমণে কোনো দলই সুবিধা করতে পারেনি। ২৭ ও ২৯তম মিনিটে দুটি ভালো সুযোগ তৈরি করে ইউনাইটেড। কিন্ত ডগু ও ম্যানুয়েল উগার্তে শট লক্ষ্যে রাখতে পারেননি।
বিরতির পর সিটির খেলায় কিছুটা গতি বাড়ে। ৬৪তম মিনিটে দারুণ একটি সুযোগও তৈরি করে তারা। ওমর মারমুশের ফ্রি কিক রক্ষণ দেয়ালের ওপর দিয়ে গিয়ে লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে সেটা রুখে দেন ইউনাইটেডের গোলরক্ষক ওনানা। ৭৭তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ইউনাইটেডের ডিফেন্ডার মাজরাউই। তবে তা আটকে দেন সিটির গোলকিপার।
এদিন চেলসিকে টপকে শীর্ষ চারে ফেরার সুযোগ পেয়েছিল সিটিজেনরা। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ৩১ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি।
সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।