চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। সরকারের এমপি-মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। জনগণের টাকায় তারা কানাডা, লন্ডন, সিঙ্গাপুর, দুবাই শহরে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে। অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে ব্যাংক ও আর্থিক খাতকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। শত অপরাধ স্বত্তেও আওয়ামী লীগের নেতকর্মীদের বিচার করা সম্ভব ছিলনা। কারণ আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ ছিল আওয়ামী লীগের হাতের পুতুল। যার ফলে মানুষ তাদের কাছে জিম্মি ছিল। আওয়ামী নেতাকর্মীদের ভয়ে মানুষ তটস্থ থাকতো।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে হায়েনা সরকারের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমরা একটি ভয়হীন বাংলাদেশ গড়তে চাই। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে , ন্যয়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে। ২৪ এর গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, গণবিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল তারা আজ ধ্বংস হয়েছে। বিএনপি জনগণের দল হিসেবে আওয়ামী লীগের সকল অন্যায়, দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে ১৫বছর রাজপথে ছিল। গণতন্ত্র পুন:রুদ্ধারের সে লড়াইয়ে বিএনপি অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা-মামলায় জর্জরিত হয়েছে। আমরা জনগণের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব।
০৬ এপ্রিল (রবিবার) বিকেলে বোয়ালখালী উপজেলার ০৬নং পোপাদিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে আয়োজিত “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এস এম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুল আলম, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাস খান, প্রবাসী বিএনপি নেতা দাউদ সোবাহানী, মহসিন খোকন প্রমুখ।