মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়েছে। এসময় কাপ্তাই রেঞ্জের বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষান ফাঁড়ির কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো কবির হোসেন, বনপ্রহরী মতিয়ার উপস্থিত ছিলেন।
রাঙামাটি সদর এলাকার টহল দল নেতা মো.শফিকুল ইসলাম জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জের কর্মচারীরা গত শনিবার বিকালে রাঙামাটি সদর উপজেলার বিলাইছড়ি পাড়া পলাশ তঞ্চঙ্গ্যার বাসা থেকে অজগর সাপটি উদ্ধার করে। পরে বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনায় সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিন আগে জাতীয় উদ্যানের কাপ্তাই বন রেঞ্জ এলাকায় উদ্ধার করা কাছিম, বন মোরগ, অজগর সহ বিভিন্ন পশু-পাখি অবমুক্ত করা হয়।