পর্যটন শহর কক্সবাজারের দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হলো কক্সবাজার সদরস্থ মহেশখালী কেএমসি’৯৪ ক্লাবের পারিবারিক আনন্দ ভ্রমণ ও মিলনমেলা। প্রায় অর্ধশত লোকের উপস্থিতিতে পাহাড়ি বনের সবুজ ছায়াতল ছিল উৎসবমূখর এবং উচ্ছ্বাসময়। দিনটি ছিল ৪ এপ্রিল ২০২৫। সকাল ৯:৩০ টা থেকে এক এক করে সবার উপস্থিতিতে উৎফুল্ল পরিবেশ তৈরি করে। অনেক দিন পর বিশেষ করে বছর অন্তর অন্তর এরকম মিলনমেলার আয়োজন করে থাকে মহেশখালী কেএমসি’৯৪ ক্লাব।
ক্লাবের সমন্বয়ক কবি জহির সিদ্দিকী জানান- সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিলনমেলাকে কয়েকটি বিনোদন পর্বে ভাগ করা হয়। ১ম পর্ব ছিল ছেলে মেয়েদের কন্ঠে ছড়া, কবিতা, গান ইত্যাদি। এতে বিচারকের ভূমিকা পালন করেন- আবদুর রহিম, রিদোয়ান সিদ্দিকী। প্রথম পুরস্কার অর্জন করে নুসরাত ইমরোজ ওহি। বিনোদনের ২য় পর্বে ছিল বন্ধুদের কন্ঠে গানের আসর। মুজিব পরদেশী খ্যাত মাহবুব আলমের কন্ঠে -” কলমে নাই কালি”, আধুনিক গানেের ওস্তাদ হাসান বান্নার কন্ঠে – ” আমরা ৯৪ এর বন্ধু”, ফোক গানের সম্রাট আহসান উল্লাহর কন্ঠে -” আগে কি সুন্দর দিন কাটাতাম”, রাসেলের কন্ঠে -” মধু হই হই বিষ খাওয়াইলা”, রিদোয়ান সিদ্দিকীর কন্ঠে -” যদি থাকে নসীবে “, শামীমের কন্ঠে -” দু:খ ছাড়া সুখ “, নোমানের কন্ঠে -” ওগো বিদেশিনী ” এভাবেই সুরের আনন্দধারা ছিল পুরো পার্কজুড়ে। ৩য় পর্বে বন্ধু পরিবারের অতিথি সদস্যদের গানে অংশ নেন- কামরুননেছা বুলবুল, খুরশিদা আক্তার, কহিনুর আক্তার, নুসরাত, শাহীন আক্তার প্রমুখ। আয়োজনের শেষ পর্বে ছিল আকর্ষণীয় রাফল ড্র। পরিচালনার দায়িত্ব ছিল – শাহনাজ পারভীন, মোহাম্মদ হোছাইন এবং আহসান উল্লাহ। এতে প্রথম পুরস্কার লাভ করেন খুরশিদা আক্তার। দুপুরের সুন্দর খাবার পরিবেশন এবং নান্দনিক টি-শার্টের দায়িত্ব ছিল বকুল, ছৈয়দ নূর এবং আইরিন।
মিলনমেলা সফল এবং স্বার্থক করার জন্য ক্লাবের সমন্বয়ক জহির সিদ্দিকী সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।