চট্টগ্রাম নগরীর একটি জুতা তৈরির কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
ইপিজেড মোড়ে আধঘণ্টা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তা দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলাইমান জানান, এক্সেল শো নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা এ বিক্ষোভ করে। তাদের চল্লিশ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। অব্যাহতি পাওয়া শ্রমিকরা অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত এমন অভিযোগে ছাঁটাই করা হয়েছে। তাদের সব পাওনা মিটিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ওই শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঘটনার সমস্যা সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়।