বোয়ালখালী পৌরসভার ১নং পশ্চিম কধুরখীল ওয়ার্ড এর আব্দুল মাঝির বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহয়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।
০৫ এপ্রিল (শনিবার) তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করে অগ্নিকান্ডের ভয়বহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন এবং সহমর্মিতা জানান তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং এলাকার বিত্তবান ব্যক্তিদেরও তাদের পাশে থাকার জন্য আহবান জানান। আগামীতেও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল করিম, সদস্য আবদুল মন্নান, মো. ইলিয়াছ , ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খালেদ সভাপতি, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা শাহাদাত হোসেন, কধুরখীল ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, বিএনপি নেতা মোহাম্মদ নাসের ইউনিয়ন, মোহাম্মদ ওসমান, আলমগীর ,বাবলু, জামাল ,কামাল, জাফর, কপিল, ফরহাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।