চট্টগ্রামের আনোয়ারায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নারীসহ ৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের ডাক্তার রঞ্জিত দত্তের বাড়িতে এ ঘটনায় ঘটে। ডাকাতরা নগদ আড়াই লাখ টাকা, ২ ভরি স্বর্ণ ও মোবাইল ফোন নিয়ে যায়।
এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
ডাকাতদের হামলায় আহত হয়েছেন জুয়েল দত্ত (৪৮), বিজয় দত্ত (৪২), দেবশ্রী (১৪), শান্তা দত্ত (৩৫), প্রতিবেশী টিটু দত্ত (৩২), উত্তম দত্ত (২৪), শম্বু (৬০) ও নিতাই (৫৫)। এদের মধ্যে গুরুতর আহত নিতাই দত্ত ও ডাকাতদের গুলিতে টিটু দত্ত আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।আহত বিজয় দত্ত বলেন, রাত আড়াইটার দিকে ঘরের ছাদের সিঁড়ি বেয়ে ১৫ থেকে ১৬ জন অস্ত্র-ছুরি হাতে ডাকাত দলরা রুমে ঢুকে সকলে অস্ত্রের মুখে জিম্মি করে । কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে।
ডাকাতরা আমার চাচাতো ভাইকে গুলি এবং আমার ভাই ও চাচাকে ছুরিকাঘাত করে। আমার মেয়ে দেবশ্রী (১৪) ঘরের দরজা খুলে দিতে গেলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আমাদের চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে ডাকাতের দলরা তাদের ওপরও আক্রমণ করে। এ সময় আমার চাচা নিতাই দত্তকে ছুরিঘাত ও টিটু দত্তকে গুলি করে পালিয়ে যায় ডাকাত দল ।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, এটি একটি পরিকল্পিত ঘটনা। এজাহার দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।