বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে ৫ এপ্রিল (শনিবার) প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ২ হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বেলুন উড়িয়ে ও শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটির সূচনা করেন। পরে জাতীয় সংগীত এবং শপথ পাঠের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে তাদের পুরানো বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায়। একাধিক প্রাক্তন শিক্ষার্থী বলেন, ‘অনেক দিন পর একত্রিত হওয়া সত্যিই একটি স্মরণীয় মুহূর্ত। বিদ্যালয় ছাড়ার পর অনেকের সঙ্গে দেখা হয়নি, এবং অনেক বন্ধু আমরা হারিয়েছি। তবে এই উৎসবের মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি, যা আমাদের জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন জানান, ‘দীর্ঘ দু’মাসের প্রচেষ্টায় আমরা সফলভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরাও আজ এখানে উপস্থিত।’
প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, ‘এটি পার্বত্য এলাকায় একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এমন মিলনমেলা বান্দরবানে প্রথম অনুষ্ঠিত হল। আশা করছি, ভবিষ্যতে এর প্রভাব আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উপর পড়বে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে: কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল থিম সং, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুণীজনদের সম্মাননা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ এবং গিফট হাম্পার প্রদানসহ নানা আয়োজন।