চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস ষ্টেশনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর সলিম উল্লাহ জিহাদী।
শ্রমিক কল্যান ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোঃ শাহজাহানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ মহসিন, সাবেক সভাপতি কামাল পাশা, ইমাম সমিতি ঈদগাঁও উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। এ সময় উপজেলার শহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সলিম উল্লাহ জিহাদি বলেন, ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না । তিনি অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবি জানান।