সেলিম উদ্দীন, ঈদগাঁও::
কক্সবাজারের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার তথা মানুষ গড়ার কারিগর আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া -মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল (শুক্রবার) খুটাখালী কেন্দ্রীয় মসজিদে বাদে আছর দোয়া-মুনাজাত এবং একইদিন বাদে জোহর খতমে কোরআন ও কবর জেয়ারত করা হয়।
কিশলয় ৯৪ ব্যাচ সহপাঠী সংসদ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন তমিজিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল ফজল, পেশ ইমাম হাফেজ নুরুল আবছার ও মরহমের বড় পুত্র তাহমিদ প্রমুখ।
এসময় অধ্যাপক ফিরোজ আহমদ, আলহাজ্ব জয়নাল আবেদীন, অধ্যক্ষ মিজবাহ উদ্দীন, হাজী আবদুল গফুর সওদাগর, ডাঃ কাজী শওকতুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লী, কিশলয় স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোআ-মুনাজাত করেন দরবারে আলিয়া পীরে খুটাখালী হযরত মাওলানা নুর হোসেন।
উল্লেখ্য, আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব ২০২৪ সালের ৩ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মিলেনিয়াম স্কলার্স স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।