মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ (২৬) নামে এক ফ্রিজ মেকানিক নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় একই দিন রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া ইউটার্ন এলাকায় বাসচাপায় অটোরিকশায় থাকা সাদিয়া ইয়াসমিন নামে এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সীমান্ত উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে। সীমান্তের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকেলে সীমান্ত মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে তার এক স্বজনের সাথে দেখা করতে যাচ্ছিল। পথে মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি গাড়ি থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তরুণী নিহতের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তরুনীর বাড়ী বড়তাকিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় বলে জানা গেছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় সীমান্ত দেবনাথ নামের সড়ক দুর্ঘটনার একজন রোগী হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।