মিরসরাই প্রতিনিধি ::
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও সদস্য আবদুল হাকিমের মিরসরাইয়ের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুরে ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়নের এঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে আমার গ্রামের বাড়ীতে ৩-৪ জন অজ্ঞাত যুবক মিছিল সহকারে ডুকে ভাংচুর চালায়। এসময় আমার ঘরের ৪টি কক্ষের জানালার এসএস গøাস ভাংচুর করা হয়। পানির মোটর চুরি করে নিয়ে যায় তারা। এসময় আমার পরিবারের কেউ ঘরে ছিলো না। এরআগে মঙ্গলবার রাত ৮টায় আমার পাশের গ্রামে জেলা আ’লীগের নেতা আবদুল হাকিমের বাড়িতেও তারা ভাংচুর করে। এসময় তারা ঘরের আসবাবপত্র ভেঙ্গে চলে যায়।
তিনি আরো বলেন, এরআগে গত আগস্ট মাসেও আমার ঘরের প্রধান ফটকের দরজা ভেঙ্গে ঘরে থাকা আলমারির গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটপাট ও আসবাবপত্র তছনছ করা হয়। দল ক্ষমতা থাকা অবস্থায় কোন অপরাজনীতি কিংবা বিদ্বেশের রাজনীতি আমি করিনি। ইউনিয়ন কিংবা উপজেলায় কোন গ্রæপ লালন করিনি। তারপরও রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন ভাংচুর ও লুটপাট করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
মিরসরাই থানার ডিউটি অফিসার এসআই সঙ্গিতা বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের বাড়ি সহ দুই আ’লীগ নেতার বাড়িতে ভাংচুরের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাইয়ে জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের বাড়ী ভাংচুর

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন