মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)::
ঈদের টানা কয়েকদিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটন এলাকা কাপ্তাইয়ের অপরুপ বিনোদন কেন্দ্রগুলোতে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। দীর্ঘ একমাস মাহে রমজান উপলক্ষে কাপ্তাইয়ের বেশিরভাগ পর্যটন কেন্দ্রই প্রায় বন্ধ ছিলো। বন্ধের মধ্যে ব্যবসায়ীরা পর্যটন কেন্দ্র গুলোতে সংস্কার কাজ সেরে নিয়েছে। তাই ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে এসব বিনোদন কেন্দ্রে।
ঈদের দিন বিকেল থেকে শুরু করে বুধবার (২ এপ্রিল) ঈদের ৩য় দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেশিরভাগ পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। শুধু তাই নয়, উপজেলার প্রায় সব রিসোর্ট, হোটেল-মোটেল ঈদের দিন থেকে শুরু করে টানা একসপ্তাহের জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে। বর্তমানে পর্যটকদের সর্বোচ্ছ সেবা দিতে কাজ করছে কটেজ মালিক সহ সংশ্লিষ্টরা।
এছাড়া এসুযোগে পূর্বের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দেশের বিভিন্ন এলাকা থেকে কাপ্তাই ভ্রমনে আসা কয়েকজন পর্যটকের সাথে আলাপকালে তারা জানায়, প্রাকৃতিক সৌন্দর্যের রানী খ্যাত কাপ্তাইয়ে ঈদের ছুটি উপভোগ করতে এসে খুব ভালো লাগছে। পাহাড়, নদী ও কাপ্তাই লেকের যে মেলবন্ধন এটি কাপ্তাই ছাড়া কোথাও নেই। আর কাপ্তাইয়ের পর্যটনকেন্দ্র গুলো এতটাই সুন্দর যে এখানে ঘুরতে এলে মনটা ভালো হয়ে যায়। তাই ঈদের ছুটির সোনালী সময় গুলি কাপ্তাইয়ে উপভোগ করতে পেরে বেশ আনন্দিত তারা।
এরমধ্যে কয়েকজন পর্যটক আক্ষেপ করে বলেন, ঈদকে ঘিরে কাপ্তাই সড়কের গাড়ি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে, হাজারো পর্যটকের আগমন ঘটায় খুশী পর্যটন সংশ্লিষ্ট পরিচালক ও মালিকরা। তারা পর্যটকদের আনন্দ দিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে।
এবিষয়ে কাপ্তাই নিসর্গ পড হাউসের সহকারি ম্যানেজার মিনহাজ উদ্দিন বলেন, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের আগমনে আমরা অনেক খুশী। বর্তমানে ঈদের ছুটিতে কাপ্তাই নিসর্গ পড হাউসের সব রিসোর্ট প্রায় বুকিং হয়ে গেছে। তবে নিসর্গ রেস্টুরেন্ট খোলা আছে। সেখানে পর্যটকদের জন্য থাকছে বিভিন্ন খাবারের সমাহার এবং সে সাথে থাকছে নানা আয়োজন।
কাপ্তাই লেক হ্যাভেন গেস্ট হাউসের পরিচালক মোঃ মহরম জানান, আমরা ঈদের ছুটিতে আসা পর্যটকদের আনন্দ দিতে নানা আয়োজন রেখেছি। আমাদের গেস্ট হাউসে পর্যটকরা খুব সহজে লেক, নদী, বাঁধ উপভোগ করতে পারবে। তাই তাদের জন্য সে ব্যবস্থা রাখা হয়েছে।
কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে থানার পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। আশা করছি, কাপ্তাই ভ্রমনে এসে পর্যটকরা ঝামেলা মুক্ত ভাবে আনন্দ উপভোগ করতে পারবে।
ঈদের টানা ছুটি কাটাতে পর্যটকের আগমনে মুখরিত কাপ্তাই

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন