দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে মা সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া, স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানের সঙ্গে ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তিনি। এই ঈদের দিনে আনন্দঘন মুহুর্তের পারিবারিক ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করেছেন তারেক রহমান। বাংলাদেশ সময় রোববার (৩০ মার্চ) রাত ৮টা ১৩ মিনিট ও ৮টা ৫৬ মিনিটে দুইটি ছবি পোস্ট করেন তিনি।
প্রথম ছবিতে মা খালেদা জিয়া, মেয়ে জায়মা রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে দেখা যায় তারেক রহমানকে। দ্বিতীয় ছবিতে দেখা যায় শুধু মা-ছেলেকে। তারেক রহমান বাংলাদেশের জনগণ এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রথম ছবির ক্যাপশনে।
এছাড়া তিনি লিখেছেন, সতেরো বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ এমন দিনের অপেক্ষায় ছিল, যখন তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে, যেখানে স্বৈরশাসনের শৃঙ্খল তাদের কণ্ঠরোধ করতে পারবে না। ২০২৪ সালে সেই প্রার্থনার উত্তর মিলেছে। এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে, যেখানে দুই হাজারেরও বেশি মানুষ আত্মত্যাগ করেছে, বাংলাদেশ স্বৈরতন্ত্রের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে।
তারেক রহমান লিখেছেন, প্রায় দুই দশক পর আমরা পবিত্র রমজান শেষে ঈদ উদযাপন করছি এক স্বাধীন বাংলাদেশে, যেখানে স্বৈরশাসনের কোনো অস্তিত্ব নেই। এই পবিত্র দিনে, আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের, যারা এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। পাশাপাশি, সেই সকল আহত ও নিপীড়িত মানুষের জন্যও প্রার্থনা করি, যারা এখনো সংগ্রামের ক্ষত বহন করছেন।
এই ঈদ শুধু আনন্দের নয়, এটি জাতির ঐক্যের প্রতীক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতা-কর্মীদের আহ্বান জানাই—আমাদের এই প্রথম স্বৈরতন্ত্রমুক্ত ঈদের আনন্দ যেন আমরা যারা আপনজন হারিয়েছে কিংবা গুরুতর আহত হয়েছে সেইসব পরিবারের সঙ্গে ভাগ করে নিই।
পরিশেষে তিনি বলেন, আমি আমাদের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, তারা যেন ঈদের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখেন, যাতে কোনো বিশৃঙ্খলাকারী জনগণের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে। এই স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক শান্তি, ঐক্য ও আনন্দের প্রতীক। মহান আল্লাহর নিকট এই প্রার্থনা রইলো।
মায়ের সঙ্গে ঈদের ছবি পোস্ট করলেন তারেক রহমান

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন