চট্টগ্রাম শহরে কর্মরত হাটহাজারীর সাংবাদিকদের নিয়ে ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’ এর সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর। ফোরামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি শ ম ইব্রাহীম, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ মোহাম্মদ শাহ, চট্টগ্রাম প্রতিদিন এর উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, দৈনিক কালের কন্ঠের ডেপুটি ব্যুরো চিফ নূপুর দে, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শীবলী, ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সেলিম জাভেদ, সাংগঠনিক সম্পাদক এনটিভির ক্যামেরা জার্নালিষ্ট সুমন গোস্বামী, ফোরামের কোষাধ্যক্ষ দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হাবীব রেজা, ক্রীড়া সম্পাদক দেশটিভির রিপোর্টার নাজিম উদ্দিন, দৈনিক নিউজ চাটগার সম্পাদক হারাধন চৌধুরী, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের চৌধুরী মাহবুব, দৈনিক প্রিয় চট্টগ্রামের আবদুল আওয়াল রোকন, দৈনিক জনবানীর ব্যুরো প্রধান এরশাদুল্লাহ, দৈনিক কালবেলার আদর শর্মা, দৈনিক নিউজ চাটগার অভিষেক চৌধুরী, সহ চট্টগ্রাম শহরে কর্মরত হাটহাজারীর অন্যান্য সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা এবং মানউন্নয়নে কাজ করবে হাটহাজারী সাংবাদিক ফোরাম। হাটহাজারী জনপ্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবীদের সঙ্গে নিয়ে হাটহাজারীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবে এই ফোরাম। মা ও মাটির টানে হাটহাজারীর মানুষের পাশে থাকবে। হাটহাজারীর সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি রক্ষায় গুরুত্ব দিবে সংগঠন।