গাছের সুরক্ষা নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়ায় মাসব্যাপী গাছ থেকে পেরেক অপসারণ কর্মসুচি হাতে নিয়েছেন বন বিভাগ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে কর্মসুচির অংশ হিসেবে চকরিয়া উপজেলা পরিষদ এরিয়ায় গাছে পেরেক পিটে লাগানো বিভিন্ন ব্যানার ফেস্টুন পোস্টার খুলে নিচ্ছেন বনকর্মীরা। সেখানে উপস্থিত থেকে পেরেক অপসারণ কর্মসুচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ কর্মসুচির আওতায় চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ও ফুলছড়ি বন রেঞ্জের অধীন এলাকায় বনকর্মীদের অংশ গ্রহনে গাছের সুরক্ষা নিশ্চিতকল্পে পেরেক অপসারণ কার্যক্রম চলছে। সার্বক্ষনিক উপস্থিত থেকে অপসারণ কর্মসুচি মনিটরিং করছেন ফাসিয়াখালী বন রেঞ্জ অফিসার মোঃ মেহরাজ উদ্দীন।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মেহরাজ উদ্দীন বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে কতিপয় মহল গাছে পেরেক পিটিয়ে ব্যানার ফেস্টুন সাঁটিয়ে দিচ্ছে। এ অবস্থায় গাছের বেড়ে উঠা বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পরিবেশগত সংকটাপন্ন তৈরি হচ্ছে গাছের অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে। এসব বিষয় আমলে নিয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও মো: মারুফ হোসেন এর নির্দেশে ফাসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের অধীন এলাকায় সড়ক উপসড়ক এবং বিভিন্ন অফিস আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান এরিয়া থেকে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২৫মার্চ) চকরিয়া উপজেলা পরিষদ এরিয়ায় গাছ থেকে পেরেক অপসারণ কর্মসুচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ অফিসার রাশিক আহসান, ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো: মেহরাজ উদ্দীন, ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের স্টাফ, সিপিজির সদস্য এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।