চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৩টি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ( ২৫ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নস্থ কাঞ্চননগরে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মইনুদ্দিন ফয়সালসহ উক্ত অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে RAB-7, চন্দনাইশ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ সহ ৩০ -৩৫ জনের এক যৌথ টিম অভিযানে উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় জে.এম.সি ব্রিকস -(J.M.C ) , মেসার্স কাশেম ব্রিকস ম্যানুফ্যাকচারার ( K.B M ) , কাশেম ব্রিকস ম্যানুফ্যাকচারার (K.B.C), ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।