চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সুবীর চক্রবর্তী নামে এক দর্জিকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল গ্রাম ও শীলঘাটা বাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় মহিলা ইউপি সদস্য গীতা রানী দাশ, বিএনপি নেতা জসিম উদ্দিন, প্রবীর চক্রবর্তী, ব্যবসায়ী রাহুল দাশগুপ্ত ও নিহত সুবীর চক্রবর্তী স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বক্তব্য রাখেন।
নিহত সুবীর চক্রবর্তীর স্ত্রী জয়শ্রী চক্রবর্তী কান্নাজড়িত কন্ঠে বলেন, সেদিন আমার স্বামী দোকান থেকে ফিরে আমাদের প্রতিবেশী সুশীল দাসের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রূপক দাস ও তার পরিবারের সদস্যরা তাকে গতিরোধ করে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। আমার স্বামীর হত্যাকারীরা এখনো পর্যন্ত আমাদেরকে হুমকি প্রদান করে যাচ্ছে। আমার ছোট্ট শিশুকে যারা অনাথ করেছে আমি তাদের সকলের ফাঁসির দাবি জানাচ্ছি।
বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, সুবীর চক্রবর্তী ছিলেন একজন শান্তশিষ্ট মানুষ। তাকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এলাকাবাসী তাদেরকে যেখানে পাবেন ধরে পুলিশের নিকট সোপর্দ করবেন।
স্থানীয় মহিলা ইউপি সদস্য গীতা রানী দাশ বলেন, সুবীর চক্রবর্তী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।