চট্টগ্রামের সাতকানিয়ায় এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে সাতকানিয়া থানা পুলিশে দেয় স্থানীয়রা।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষক মো. আপনান। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দস্তিদারহাট গ্রামের বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বলাৎকারের শিকার শিশুটি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়ায় অবস্থিত দক্ষিণ ধর্মপুর হাফেজিয়া হেফজখানা ও এতিমখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল। গত রবিবার (২৩ মার্চ) ওই মাদ্রাসার একটি কক্ষে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে মো. আপনান। পরদিন শিশুটি তার মা-বাবকে বিষয়টি খুলে বলে। তারই প্রেক্ষিতে শিশুটির মা-বাবা মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে অবগত করেন। এর পর তারা জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেয়। পরে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. ফোরকান জানান, ওই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অকপটে বিষয়টি স্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে জানার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ও পরে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হই। এর পর শিক্ষককে আটক করে ভিকটিমসহ থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’