কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায় “২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫” পালন করা হয়েছে। স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে ২৫ মার্চ ১৯৭১ সালের ভয়াল দিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয়(২৫ মার্চ) মঙ্গলবার সকাল ৯টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে। দিনের শুরুতে কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। সকাল ১০টায় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত নির্মম গণহত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন হাফেজ মোঃ ফারুক।
দোয়া মাহফিল শেষে ১৯৭১ সালের গণহত্যার উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে ছবির প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন। এরপর নন্দিত নির্মাতা জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র “স্টপ জেনোসাইড” প্রদর্শন করা হয়।
২৫ মার্চ(মঙ্গলবার) সকাল ১১টায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। “২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫” উদযাপন কমিটির আহ্বায়ক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নাসরীন সুলতানা স্বাগত বক্তব্য দেন।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের সামনে গণহত্যার ভয়াবহতা এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহনূর আক্তার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাশেম উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন এবং ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল নোমান। কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন নুরুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও রোভার সদস্য নুরুল আমিন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা তাসকিয়া।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নুর কায়ছার, পবিত্র গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা নাথ, ত্রিপিটক পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ও রোভার সদস্য রমিত বড়ুয়া এবং বাইবেল পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক কে. এম. সানাউল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মঈনুল হাসান পলাশ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন, সহকারী অধ্যাপক নুরুল হুদা (আয়োজক কমিটির সদস্য), সহকারী অধ্যাপক মেঘলা দেব, সহকারী অধ্যাপক দিদারুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক শহীদুল আলম, প্রভাষক আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা নুর হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।