ফটিকছড়ি উপজেলার যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম-এর উদ্যোগে রোজাদার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৭ মার্চ (সোমবার) এ মহতী আয়োজনে এলাকার অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। তিনি ফোরামের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।”
ইউএনও আরো বলেন- এ মানুষ গুলো নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। ইফতার বিতরণ ছাড়াও বিভিন্ন সময় তারা শিক্ষা ও দুঃস্থদের সহায়তায় কাজ করে থাকেন। আমি হয়তোবা চলে যাব, তবে আপনাদের এ সকল কাজকে মিস করবো, আপনদের মিস করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার শহিদুল হক ভূইয়া, প্রফেসর এন এম রহমত উল্লাহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ জাহেদুল হাছান চৌধুরী, ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম, মো: রাশেদ, মো: এনামুল হক সিকদার, মাষ্টার নাছির উদ্দিন, জে এম তাওহীদ হোসেন, মো: নাজমুল আলম, মো: জিপন উদ্দিন, হাকীম এমরান বিন জালাল, মো: ইয়াছিন, রাইসুল ইসলাম জিসান, মো: জাহেদ: মো: রায়হান প্রমুখ।
বক্তারা অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম-এর এমন মানবিক কার্যক্রমকে উৎসাহিত করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম-এর এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফোরামের সদস্যরা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।