মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ১৬ মার্চ বেলা ১১ টায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ অলি উল্লাহ, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপ্তাই শাখার আমীর হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে এক মিনিট অন্ধকারাচ্ছন্ন রাখা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, রচনা প্রতিযোগিতা সহ দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচী গ্রহন করা হয়। পরে পবিত্র ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষার্থে এবং কেন্দ্রীয় মসজিদে জামাতের বিষয়ে আলোচনা করা হয়।