ইসির অধীনে এনআইডি রাখার দাবিতে সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নাইক্ষ্যংছড়িতেও নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসের সামনের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সালাউদ্দিন আল আজাদ,ডাটা এন্ট্রি অপারেটর সজীব বড়ুয়া,স্ক্যানিং অপারেটর খন্দকার মু. ইমরান হুসাইন ও ডাটা এন্ট্রি অপারেটর মুহাম্মদ ফয়সাল হায়দার প্রমূখ।
এসময়, মানববন্ধনে-এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়,’ ‘দাবি মোদের একটাই ইসির অধীনে এনআইডি চাই,’ ‘ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়,’ ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
নির্বাচন কর্মকর্তা জানান, কর্মসূচী পালনকালে এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।
আগামী ১৮ মার্চের মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডিকে নির্বাচন কমিশনের কাছে ন্যাস্ত করতে দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী বুধবার সারাদেশে কর্মবিরতি পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
ডাটা এন্ট্রি অপারেটর সজীব বড়ুয়া বলেন, আমরা ১১টা থেকে অবস্থান কর্মসূচি করছি এবং সবাই তা পালন করছে। ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।
তিনি বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না হলে ১৯ মার্চ সারা দেশে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।