চট্টগ্রামের সীতাকুন্ড হযরত কালু শাহ কমপ্লেক্স এর মতোয়াল্লী আলহাজ্ব সিরাজ উদৌল্লা সওদাগর কে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার(১৩ মার্চ) সকালে সীতাকুন্ড ফৌজদার হাট কালু শাহ কমপ্লেক্স মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুস্টিত হয়।
সংবর্ধনা অনুস্টানে হযরত কালু শাহ কমপ্লেক্স এর প্রধান ইমাম মাওলানা মাসুদ আলম আলকাদেরী, হাফেজ এহসানুল হক, স্থানীয় সমাজ সেবক সেলিম আকবর, মো আবছার, আবদুস সালাম, আবু সালেহ, আবদুুর রহিম, মো মোরশেদ, বদিউল আলম, কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,হযরত কালু শাহ কমপ্লেক্স এর মতোয়াল্লী আলহাজ্ব সিরাজ উ দৌল্লা সওদাগর সমাজ সেবায় বিভিন্ন অবদানের পাশাপাশি এলাকায় কৃতিত্ব পুর্ণ অবদানের কথা স্মরন করেন।