শফিউল আলম, রাউজানঃকাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চালক, যাত্রী ও ছাত্র-জনতা।
১২ মার্চ (বুধবার) বেলা ১১ টায় কাপ্তাই রাস্তার মাথাস্থ সিডিএ স্কুলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাধারণ চালক-যাত্রী চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করেন। সাধারণ যাত্রীগণ অসাধু চালকদের যাত্রী হয়রানি বন্ধের অনুরোধ জানান। চালকদের পক্ষ থেকে বক্তব্য দেন – মোহাম্মদ হাবিব, মোহাম্মদ নয়ন। তারা জানান, আজ থেকে যাত্রীদের সেবায় চালকরা নিয়োজিত থাকবেন এবং নির্ধারিত ভাড়া নেওয়া হবে। কেউ কোনো প্রকার বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সদস্য ও রাউজান উপজেলা প্রতিনিধি বেলাল বিন জসীম (তাসকিন)। তিনি বলেন, টোকেন বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্ররা সর্বদা রাজপথে থাকবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তিনি সব সময় ঐক্যমত পোষণ করেন । তিনি চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাত্রীদের সেবায় আপনারা এগিয়ে আসুন, আপনাদের সেবায় যাত্রীরা এগিয়ে যাবে। তিনি নির্ধারিত ভাড়া নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে কাপ্তাই রাস্তায় শৃঙ্খলা, যানজট নিরসন, চাঁদাবাজ প্রতিরোধ ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে চালক ও সর্বস্তরের ছাত্র-জনতা ঐক্য ঘোষণা করেন। চালক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান-এর পক্ষ থেকে ঐক্যবদ্ধ যাত্রী কল্যাণ স্বেচ্ছাসেবক একটি দল গঠন করা হয়েছে। এই দলটি সর্বক্ষণ যানজট নিরসনে রাস্তার মাথায় কাজ করবে।