বান্দরবানে লামার আজিজনগর ইউনিয়নের নাজিরাম পাড়া এলাকায় এসবিএম ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২মার্চ) দুপুরে এই ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ১ লক্ষ টাকা এবং বন আইন, ১৯২৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।