কক্সবাজারে কুতুবদিয়ায় মোটরসাইকেলে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি মামলায় ১ হাজার ৮’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) দুপুরে উপজেলা বড়ঘোপ ইউনিয়ন এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯১(১) ধারায় ৫ টি মামলায় ১ হাজার ৮’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। এ অভিযানে, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।