বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণে উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মওলানা গিয়াস উদ্দিন নেজামীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় ১০ মার্চ সোমবার নগরীর মোমিন রোডস্থ একটি হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জেহাদী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রকাশনা সচিব প্রকৌশলী সৈয়দ মুহাম্মদ আবু আজম, প্রচার সচিব মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, মাহমুদুল হক সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল কবির রেজভী, প্রকাশনা সম্পাদক হাফেজ আনসারুল হক, প্রচার সম্পাদক ইব্রাহিম এমদাদ, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন মনির, মাওলানা জানে আলম ফারুকী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইউসুফ, আলাউদ্দীন খান, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি এটিএম রেজাউল মোস্তফা, প্রচার সম্পাদক মোশারফ হোসাইন, গোলাম ইয়াছিন, ইরফান, মহসিন, মাঈনুল ইসলাম সাঈদ প্রমুখ।