চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ রানারআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২:৩০ টায় অর্জিত ট্রপি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের টিম ম্যানেজার প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, কোচ মো. হাবিবুর রহামান জালাল, চবি খেলোয়াড় সমিতির সভাপতি সোহেল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। যার ফলে ক্যাম্পাসে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলাসহ বিভিন্ন শিক্ষাসহায়ক কার্যক্রম সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা করার সুযোগ পাচ্ছে। উপাচার্য বিশ্ববিদ্যালয় খেলোয়াড়দের ক্যাম্পাসের নিরবচ্ছিন্ন এ সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অব্যাহত রাখার আহবান জানান।
চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে সার্বিক সহযোগিতা করেন চবি খেলোয়াড় কল্যাণ সমিতি। এ টুর্নামেন্ট গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হয়। উক্ত টুর্নামেন্টে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০ টি ফুটবল দল অংগ্রহণ করে। ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের কৃতী খেলোয়াড় দেব চাকমা, শান্তশীল চাকমা ও সুইতুয়াই বাবু। এতে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় চবি দলের কৃতী খেলোয়াড় মনির।