চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য খালাসের পর ৭২ ঘণ্টার মধ্যে তা নির্ধারিত গন্তব্যে পাঠানোর নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই সময়সীমা অতিক্রম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।
বন্দর কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাইয়ের পর এসব জাহাজ বিনা কারণে বন্দরসীমানায় দিনের পর দিন অবস্থান করছে। ফলে পণ্য সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং সাধারণ জনগণের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
এভাবে বন্দরে লাইটার জাহাজগুলোর অযৌক্তিক অবস্থান কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধির অপচেষ্টা চালানো হচ্ছে, যা রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী। একই সঙ্গে অতিরিক্ত লাইটার জাহাজের উপস্থিতি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত করছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে বন্দরের জলসীমাকে বাধামুক্ত রাখা জরুরি।
বন্দরসীমায় লাইটার জাহাজগুলোর অনির্ধারিত অবস্থান চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোডের সুস্পষ্ট লঙ্ঘন।
রমজানে পণ্য সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে লোডিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে লাইটার জাহাজগুলোকে বন্দরসীমা ত্যাগ করতে হবে।
বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, এই নির্দেশনা অমান্য করলে চট্টগ্রাম বন্দর আইন ও আইএসপিএস কোড অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।